Pakhi Tui ft. Farhad Meghnad Lyrics
- Genre:Alternative
- Year of Release:2021
Lyrics
আমি এ বন্ধ ঘরের দেয়াল জুড়ে
রোদ এঁকে তার স্পর্শ নিয়ে
সুখেই আছি
আমি এ দেয়াল জুড়ে ঘাস-ফড়িংয়ের
দল এঁকে তার সঙ্গে খেলি
কানামছি
আমি এ দেয়াল জুড়ে পথ এঁকে সেই পথে হেঁটে যাই বাজিয়ে শিস
পাখি তুই ফিরলে ফিরিস
পাখি তুই ফিরলে ফিরিস
নাহলে ভালো থাকিস
যেখানে তোর ঠিকানা
সেখানে মেলে ডানা
আমিও থাকবো ভালো
আমার কি দিন ফুরালো
সিগারেটে শেষ দুটো টান
দেবো গেয়ে তোকে ভোলার গান
আমি এ দেয়াল জুড়ে আঁকি ঝরা পাতা
নীল নীরবতা
সে পাতার মর্মরে মুখর বানাই
আমি দেয়াল জুড়ে ঠিক তোর আদলে
মুখ এঁকে চলে
সে মুখের লাল থেকে রঙ চিনে যাই
আমি এ দেয়াল জুড়ে জল এঁকে সেই
জল থেকে নেই
জলজ আশিস
পাখি তুই ফিরলে ফিরিস
পাখি তুই ফিরলে ফিরিস
নাহলে ভালো থাকিস
যেখানে তোর ঠিকানা
সেখানে মেলে ডানা
আমিও থাকবো ভালো
আমার কি দিন ফুরালো
সিগারেটে শেষ দুটো টান
দেবো গেয়ে তোকে ভোলার গান