Viral Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
প্রজাপতি উড়ছে
বৃষ্টি পড়ছে
আর
কাঁদছে মানুষ
নিষ্পেষিত মানুষ
তবু
বাচাল বোবার রাজ্যে
ধুলোরা ভাইরাল হয়ে যাচ্ছে ঝাড়ুর সাহায্যে
তুলোরা সবচে ভারির তকমা নিয়ে স্থায়ী সে কার্যে
মুলোরা গায়ে নীল মেখে অভিনবত্ব ফলাচ্ছে আজ যে
ধুলোরা ভাইরাল হয়ে যাচ্ছে ঝাড়ুর সাহায্যে
প্রজাপতি উড়ছে
পুড়ছে হৃদয় পুড়ছে
স্বাধীনতার বুক খুড়ছে
টিভির স্ক্রিনে হচ্ছে তুমুল বাতাবিলেবুর চাষ
পেটের ক্ষুধা মিটছে খেয়ে গণতান্ত্রিক ঘাস
পৃষ্ঠে সাদার লিখছে আঁধার
পুতুল ধর্মাবতার
আর
কাঁদছে মানুষ
নিষ্পেষিত মানুষ
তবু
বাচাল বোবার রাজ্যে
ধুলোরা ভাইরাল হয়ে যাচ্ছে ঝাড়ুর সাহায্যে
তুলোরা সবচে ভারির তকমা নিয়ে স্থায়ী সে কার্যে
মুলোরা গায়ে নীল মেখে অভিনবত্ব ফলাচ্ছে আজ যে
ধুলোরা ভাইরাল হয়ে যাচ্ছে ঝাড়ুর সাহায্যে