Prothom Prem ft. Arefin Nipun Lyrics
- Genre:Alternative
- Year of Release:2021
Lyrics
আচ্ছা
আমার পরে এখন
যে তোমার অনেক আপন
তার সাথে তোমার কি ঝগড়া হয়
আচ্ছা
আমার পরে এবার
যে প্রিয় মানুষ তোমার
তারও কি গালটা টেনে দিতে রোজ ইচ্ছে হয়
তাকেও কি প্রথম ছুঁয়েছো পুরনো সেই কৌশলে
ঠোঁটের কোণে লাগা অদৃশ্য ময়লা মোছার ছলে মোলায়েম
তাকেও কি বলেছিলে সে তোমার প্রথম প্রেম
আহা প্রথম প্রেম
তুমি হয়ে রিমেক
আমার কাছেই শুধু আসলে না বার তিনেক
ভীষণ বই পড়ুয়া
ভীষণ আবেগে ধোয়া
সেও কি ভীষণ আনমনা
আমার পরে এখন যে তোমার যাদু সোনা
ভীষণ বৃষ্টি প্রিয়
চরিত্রে অদ্বিতীয়
সইছে কি জীবনের গঞ্জনা
আমার পরে এখন যে তোমার যাদু সোনা
তার গালেও কি ঠোঁট ছুঁইয়েছো নিরলে
হোঁচট খেয়ে অনিচ্ছায় গায়ে ঢলে পড়বার ছলে আহাহা
তাকেও কি বলেছিলে সে তোমার প্রথম ভালোবাসা
আহা ভালোবাসা
তুমি হয়ে রিমেক
আমার কাছেই শুধু আসলে না বার তিনেক
তার গালেও কি ঠোঁট ছুঁইয়েছো নিরলে
হোঁচট খেয়ে অনিচ্ছায় গায়ে ঢলে পড়বার ছলে আহাহা
তাকেও কি বলেছিলে সে তোমার প্রথম ভালোবাসা
আহা প্রথম প্রেম
তুমি হয়ে রিমেক
আমার কাছেই শুধু আসলে না বার তিনেক