Babylon Nogori ft. Farhad Meghnad Lyrics
- Genre:Alternative
- Year of Release:2021
Lyrics
তোমাকে পড়তে আমি সনাতন পাঠক
তোমাকে সাজাতে আমি গোলাপের চাষী
তোমাকে বোঝাতে আমি নীল বিষক্রিয়া
তোমাকে তোমাকে তোমাকে ভালোবাসি।
বুকের ভেতর ব্যাবিলন নগরী-
পিরামিডও গড়ে দেবো, তুমি ঘুমিও
অশ্বারোহিনী তোমাকে আনতে যাবো
তুমি শুধু ওই উষ্ণ হাত বাড়িও।
তুমি সাদাকালো এক বিভ্রম
তুমি লক্ষ্মীপেঁচার শান্তি
তুমি একচক্ষু হরিণী সোনা গো
তুমি দীর্ঘশ্বাসের চিরকুট
তুমি স্যান্ডেল পরা ধুলো-পা
তুমি বৃষ্টি শেষের বেলফুল সোনা গো।
তোমার মিথ্যে গানের এ-সুর
সত্যজনের পাখি-পথ
তাই আলগোছে এসে করিডোরে দাঁড়িও
আর শুধু ওই উষ্ণ হাত বাড়িও।
বুকের ভেতর ব্যাবিলন নগরী-
পিরামিডও গড়ে দেবো, তুমি ঘুমিও
অশ্বারোহিনী তোমাকে আনতে যাবো
তুমি শুধু ওই উষ্ণ হাত বাড়িও।