Chokhe Chokh Lyrics
- Genre:Alternative
- Year of Release:2020
Lyrics
চোখে চোখ শুধু দেখা
অপলক ফিরে চাওয়া
চোখে চোখ শুধু দেখা
অপলক ফিরে চাওয়া
মাঝে মাঝে পায়েল ধ্বনি
কথামালা প্রতিধ্বনি
মাঝে মাঝে পায়েল ধ্বনি
কথামালা প্রতিধ্বনি
সেদিন তোমার নীল আকাশে
চাঁদ হয়ে ভেসে গেছি
সেদিন তোমার অশ্রু জলে
বৃষ্টি হয়ে মিশে গেছি
ভালোবাসি বলে ফেলা
একসাথে পথচলা
ভালোবাসি বলে ফেলা
একসাথে পথচলা
নিঝুম রাত, বিকেলবেলা
একসাথে বা একেলা
নিঝুম রাত, বিকেলবেলা
একসাথে অথবা একেলা
তখন আমার অলস দুপুর
বিকেল হয়ে এসে ধরা দেয়
তখন আমার ক্লান্ত নদী
উত্তাল সমুদ্রে মিশে যায়
অচেনা দিন হারিয়ে যাওয়া
অচেনা পথ খুঁজে ফেরা
অচেনা দিন হারিয়ে যাওয়া
অচেনা পথ খুঁজে ফেরা
চারিদিকে কোথাও কেউ নেই
তোমায় খুঁজি এখনও স্বপ্নে
চারিদিকে কোথাও কেউ নেই
তোমায় খুঁজি এখনও স্বপ্নে