Bangladesh vs India Lyrics
- Genre:Country
- Year of Release:2022
Lyrics
শেরে বাংলা স্টেডিয়ামে
খেলা দেখতে গেলাম তোমায় নিয়ে
খেলা হচ্ছিলো বাংলাদেশ-ইন্ডিয়ার
একশো ওভার দু'দল মিলিয়ে
বাংলাদেশ ব্যাটিংয়ে গেলো
তামিম ইকবাল ছক্কা মারলো
তুমি আমাকে জড়িয়ে ধরলে আনন্দে-গর্বে
কে জানতো ক্যামেরা তখন আমাদের ধরবে
আর টিভির স্ক্রিনে তোমার বাবাও সেইসব দেখবে
পুড়বে পুড়বে কপাল আমার পুড়বে
পুড়বে পুড়বে প্রেমের কপাল পুড়বে!
যাইহোক আবার খেলায় ফিরে আসি
ইন্ডিয়া ব্যাটিংয়ে গেলো টার্গেট দুশো আষি
ওপেনিং জুটি নামলো সেহবাগ-শচীন
ভাবটা এমন– মামুলি রান, করা নয়তো কঠিন
মাশরাফি ভাই বোলিংয়ে গেলো
প্রথম ওভারেই দু'জন পড়লো
তুমি আবারো জড়িয়ে ধরলে আনন্দে-গর্বে
কে জানতো ক্যামেরা তখন আমাদের ধরবে
আর টিভির স্ক্রিনে তোমার ভাইও সেইসব দেখবে
পুড়বে পুড়বে কপাল আমার পুড়বে
পুড়বে পুড়বে প্রেমের কপাল পুড়বে!
প্রথম ওভারেই দুই উইকেট শেষ
তবু ইন্ডিয়া সামলে ফেললো বেশ
জিততে লাগে এক বলে দুই হায়...
তুমি জিততে পড়লে নফল নামাজ ইশারায়
বোলিং হলো রান হলো না
আমাদের দোয়া ফেইল হলো না
তুমি আবারো জড়িয়ে ধরলে আনন্দে-গর্বে
কে জানতো ক্যামেরা তখন আমাদের ধরবে
আর ফেইসবুকে সেই ভিডিও কারা ভাইরালও করবে
পুড়বে পুড়বে কপাল আমার পুড়বে
পুড়বে পুড়বে প্রেমের কপাল পুড়বে!