Biggapon Biroti ft. Farhad Meghnad Lyrics
- Genre:Alternative
- Year of Release:2021
Lyrics
ছিলে শিশু ন্যাংটো
লাল হাফ প্যান্টও
রাখতে না গায়ে, খুলে ফেলে দিতে
অবুঝ আনন্দের ঝাঁকুনিতে— একরাশ...
আজ আশিতেও অবস্থা সেরকমি
প্যারালাইসিসে কাবু শরীর জমি
আর দীর্ঘশ্বাস
কাকা, মন খারাপ কোরো না
এটাই নিয়তি
যৌবন ছিলো ভাবো বিজ্ঞাপন বিরতি
ছিলি পাশে বেশ তো
গা'টা তোর ঘেঁষতো
বসতি যখন তুই পাশাপাশি
বলতি যখন তুই ভালোবাসি আহা হা...
আজ আবারো এসে তুই বোস পাশে
আমার হাতটা ধরে মাঠ-ঘাসে—
দে যন্ত্রণা
না না ভুল তোকে বুঝবো না
ভাববো নিয়ে প্রীতি
মাঝে তোর না থাকাটা বিজ্ঞাপন বিরতি