Nil Hawker Er Dol Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
দূর্বা ডগায় ঝুলছে শিশির-প্রেম
দেখে এলেম পাখির ডানায় জল
নীল হকারের দল
শুষ্ক ওষ্ঠ ভেজাতে ডাকছে প্রেমিক ক্রেতার ঢল
লিখি সেই প্রণয় প্রবল
তবু ও প্রেমের গান
তুই কোথায় থাকিস জান
তোকে না লিখলে পাস দেবে না আমায়
ব্যবসায়ীর সন্তান
তারা সর্বশক্তিমান
ভোরের টোকাই কুড়োচ্ছে শীত
তার প্রেমিকা উলের জামা
সেই প্রেমিকা মান করেছে খুব
আলিঙ্গনে বাঁধছে না তার দেহের পশ্চিম পুব
লিখি সেই প্রণয়ের ডুব
তবু ও প্রেমের গান
তুই কোথায় থাকিস জান
তোকে না লিখলে পাস দেবে না আমায়
ব্যবসায়ীর সন্তান
তারা সর্বশক্তিমান