Brishti Notun ft. Farhad Meghnad Lyrics
- Genre:Alternative
- Year of Release:2021
Lyrics
বৃষ্টি নতুন
স্বপ্ন প্রতুল
কষ্ট ভোলায়
এক বুনোফুল
ঝিরঝিরঝির আবেগ ঝরে
প্রথম বর্ষণে...
আনমনে...
আমার প্রথম প্রেম ভিজে যায়
আজ আষাঢ়ের দমকা হাওয়ায়
প্রিয়তমা কে স্রোত হয়ে ভাসে
জলের প্রাঙ্গণে...
আনমনে...
জল আবেগে জল হয়ে যায় ভাবনা পাখির দল
ঠোঁটে জমা বৃষ্টি ফোঁটায় হাসির বাঁক বদল
হাসির বাঁক বদল
তবু যেন কার হারাই ছবি
মেঘে ঢেকে যায় যেমন রবি
কার ডাকনাম পাতার নৌকো
হারায় শাল বনে...
আনমনে...