Billboard Lyrics
- Genre:Latin music
- Year of Release:2023
Lyrics
যদি আসবি না ঘুম, কেন আগে বললি না
আমি জুতো ছাড়াই পথে নামতাম
বিলবোর্ডে হেসে থাকা একলা মেয়েটাকে
খানিকটা সঙ্গ দিতাম
তার একলা রাতজাগা আমাকে জ্বালায়
তার চেহারাটা ফেলে আসা কার সাথে যেন মিলে যায়
তাকে দেখলেই পাতাঝরা দিন মনে পড়ে
সেইসব দিনভর
ছিলো বেদনারা মন্থর
ছিলো প্রণয়ের সমাদর
আর টঙ দোকানেতে কিনতে দাঁড়িয়ে থাকা
দু'টাকায় চারটে পাঁপড়
যদি আসবি না ঘুম, কেন আগে বললি না
আমি জুতো ছাড়াই পথে নামতাম
বিলবোর্ডে হেসে থাকা একলা মেয়েটাকে
খানিকটা সঙ্গ দিতাম
তার একলা রাতজাগা আমাকে জ্বালায়
তার চেহারাটা ফেলে আসা কার সাথে যেন মিলে যায়
তাকে দেখলেই বহু গাওয়া গান পড়ে
সেই সে গানটা
সেই হেঁড়ে গলায় গাওয়া গান
সেই তালগোল পাকা গান
তবু গাইবই বলে সুর কামড়ে
পড়ে থাকা সারা দিনমান
যদি আসবি না ঘুম, কেন আগে বললি না
আমি জুতো ছাড়াই পথে নামতাম
বিলবোর্ডে হেসে থাকা একলা মেয়েটাকে
খানিকটা সঙ্গ দিতাম
তার একলা রাতজাগা আমাকে জ্বালায়
তার চেহারাটা ফেলে আসা কার সাথে যেন মিলে যায়