Shob Cheye Boro Beche Thaka Lyrics
- Genre:Rock
- Year of Release:2024
Lyrics
ফের রাত হতে না হতেই মাথায় তোর
চেপেছে ব্যর্থতার গ্লানির হাসির তোড়
তুই ভাবছিস তাকে আর কাঁদছিস অঝোর
প্লিজ কান্না থামা তুই জীবন আমার
মন দিয়ে শোন বাণী সান্ত্বনার
সান্ত্বনা ফাঁকা বুলি তবু তাকে আঁকড়ে ধর
কেউ হাত না বাড়ালে এক কাজ কর
তুই কাঙ্ক্ষিত হাত লাফ দিয়ে ধর
তুই আয়নায় নিজ মুখ দেখার পর
নিজেই নিজের প্রেমে পড়
ফেল ডাস্টবিনে ছুড়ে ফেল তোর একা থাকা
তোর যেদিকে ইচ্ছা তুই সেদিকে তাকা
ভাবলে ভাব কোকিল ই ডাকছে কা কা
সবচে বড় বেঁচে থাকা
তুই হতাশার ভাবনাকে কর সিলগালা
নে চাইলে আরেকটা সিগারেট জ্বালা
পয়সা আমিই দেবো চিন্তা নেই
শোন ভাগ্যে সুদিন তোর লেখা হয়ে গেছে
শুধু সুদিনটা ইভটিজিংয়েতে বিজি আছে
তাই আসতে করছে লেইট, কিন্তু আসবেই
কেউ হাত না বাড়ালে এক কাজ কর
তুই কাঙ্ক্ষিত হাত লাফ দিয়ে ধর
তুই আয়নায় নিজ মুখ দেখার পর
নিজেই নিজের প্রেমে পড়
ফেল ডাস্টবিনে ছুড়ে ফেল তোর একা থাকা
তোর যেদিকে ইচ্ছা তুই সেদিকে তাকা
ভাবলে ভাব কোকিল ই ডাকছে কা কা
সবচে বড় বেঁচে থাকা
তোকে ছেড়ে চলে গেছে যারা অন্তহীন
তোর ভালোবাসাগুলো করে অন্তরিন
তুই তাদেরকে যা ইচ্ছা ভাবতে পারিস
ভাব রক্তে ওদের আছে টেরোরিজম
তাই বোঝেনি প্রেমের সুররিয়ালিজম
তুই তাদেরকে দেখলেই ভেংচি কাটিস
কেউ হাত না বাড়ালে এক কাজ কর
তুই কাঙ্ক্ষিত হাত লাফ দিয়ে ধর
তুই আয়নায় নিজ মুখ দেখার পর
নিজেই নিজের প্রেমে পড়
ফেল ডাস্টবিনে ছুড়ে ফেল তোর একা থাকা
তোর যেদিকে ইচ্ছা তুই সেদিকে তাকা
ভাবলে ভাব কোকিল ই ডাকছে কা কা
সবচে বড় বেঁচে থাকা