Bon Hutum ft. Farhad Meghnad Lyrics
- Genre:Alternative
- Year of Release:2021
Lyrics
রাত নেমেছে ফের
সব গল্পে জীবনের
তাই তুই চলে আসিস
তুই ভালোবাসিস
তুই এনে দিস ঘুম
মন চাইলে বন-হুতুম
কারণ আমি স্পষ্ট করে লেখা টাকার নোটের
চাহিবামাত্র ইহার বাহকের !
যদি না-আসিস তো হায়
বসে নিশীথের জুয়ায়
যাবো কাল-নাগিনীর কাছে
হবো বিলীন মেঘের গায়
তাই তুই চলে আসিস
তুই ভালোবাসিস
তুই এনে দিস ঘুম
মন চাইলে বন-হুতুম
কারণ আমি স্পষ্ট করে লেখা টাকার নোটের
চাহিবামাত্র ইহার বাহকের !