Dillite Nizamuddin Auliya Elo (Folk Song) Lyrics
- Genre:Folk
- Year of Release:2022
Lyrics
শয়নে স্বপনে দেখি আসিলো এক বুজূর্গান
শয়নে স্বপনে দেখি আসিলো এক বুজূর্গান
রাস্তার মাঝে কতো লোকে করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান।
রাস্তা থামায়ে দিলো, রাস্তা থামায়ে দিলো কাফেলা এলো
দিল্লীতে, নিজাম উদ্দীন আউলিয়া ৷
এলো দিল্লীতে, নিজাম উদ্দীন আউলিয়া ৷
ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা, ছিল ছিলা এলো
দিল্লীতে, নিজাম উদ্দীন আউলিয়া ৷
এলো দিল্লীতে, নিজাম উদ্দীন আউলিয়া ৷
মানত করেছি আমি বড় পীরের দরবারে
মানত করেছি আমি বড় পীরের দরবারে
কেমন করে দেবো চাদর দেহ ওলীর মাজারে,
রাস্তা থামায়ে দিলো, রাস্তা থামায়ে দিলো কাফেলা এলো
দিল্লীতে, নিজাম উদ্দীন আউলিয়া ৷
এলো দিল্লীতে, নিজাম উদ্দীন আউলিয়া ৷
ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা, ছিল ছিলা এলো
দিল্লীতে, নিজাম উদ্দীন আউলিয়া ৷
এলো দিল্লীতে, নিজাম উদ্দীন আউলিয়া ৷
হাসানে কয় লালমিয়া ভাই কোন খবর পাইছো নি!
বালুর ঘাটে কে আসিলো, ইসরাঈল আর নিজামী,
ইসরাঈল আর নিজামী।
রাস্তা থামায়ে দিলো, রাস্তা থামায়ে দিলো কাফেলা এলো
দিল্লীতে, নিজাম উদ্দীন আউলিয়া ৷
এলো দিল্লীতে, নিজাম উদ্দীন আউলিয়া ৷
ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা, ছিল ছিলা এলো
দিল্লীতে, নিজাম উদ্দীন আউলিয়া ৷
এলো দিল্লীতে, নিজাম উদ্দীন আউলিয়া ৷