Bondhu Tor Laiga Re (Bangla Folk Song) Lyrics
- Genre:Folk
- Year of Release:2022
Lyrics
Bondhu Tor Laiga Re (Bangla Folk Song) - Huge Studio
...
বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
আমার তনু জড়জড়
মনে লয় ছাড়িয়ারে যাইতাম
থুইয়া বাড়ি ঘর
বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
আমার তনু জড়জড়
মনে লয় ছাড়িয়ারে যাইতাম
থুইয়া বাড়ি ঘর
বন্ধু তোর লাইগা রে
অরণ্য জঙ্গলার মাঝে
আমার একখান ঘর
অরণ্য জঙ্গলার মাঝে
ও.... অরণ্য জঙ্গলার মাঝে
আমার একখান ঘর
ভাইও নাই বান্ধবও নাই মোর
কে লইবো খবর হায়রে
ভাইও নাই বান্ধবও নাই মোর
কে লইবো খবর
বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
আমার তনু জড়জড়
মনে লয় ছাড়িয়ারে যাইতাম
থুইয়া বাড়ি ঘর
বন্ধু তোর লাইগা রে
বট বৃক্ষের তলে আইলাম
ছায়া পাইবার আশে
বট বৃক্ষের তলে আইলাম
বটবৃক্ষের তলে আইলাম
ছায়া পাইবার আশে
ডাল ভাঙ্গিয়া রৌদ্র ওঠে
আমার কর্মদোষে হায়রে
ডাল ভাঙ্গিয়া রৌদ্র ওঠে
আমার কর্মদোষে
বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
আমার তনু জড়জড়
মনে লয় ছাড়িয়ারে যাইতাম
থুইয়া বাড়ি ঘর
বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
আমার তনু জড়জড়
মনে লয় ছাড়িয়ারে যাইতাম
থুইয়া বাড়ি ঘর
বন্ধু তোর লাইগা রে