Bangla Islamic Gojol (Ogo Kabar Malik) Lyrics
- Genre:Folk
- Year of Release:2022
Lyrics
তোমার কদমে আমি ঠুকেছি মাথা
বার বার তোমাকেই করছি স্বরন
ও গো কাবার মালিক শুনো আর্জি আমার,
ঈমানের সাথে দিও আমাকে মরন ।
তোমার পথে তোমার মতে ,করি যেন জীবন যাপন।
ওমরের মতো করে শক্তি সাহস দিও,
ঈমান আমল দিও আলীর মতো।
বিরের মতো প্রাণ চলে যায়
শরীরে জরানো থাকে শহিদি কাফন
ও গো কাবার মালিক শুনো আর্জি আমার,
ঈমানের সাথে দিও আমাকে মরন ।
রক্তের বিন্দুতে হৃদয়ের সিন্দুতে,
ইসলাম করে দিও আমার আপন।
বকরের মতো করে ধর্য জ্ঞান দিও,
সাহাবার মতো দিও শহিদি মরন।
বিরের মতো যেন প্রাণ চলে যায়
শরীরে জরানো শহিদি কাফন
ও গো কাবার মালিক শুনো আর্জি আমার,
ঈমানের সাথে দিও আমাকে মরন।