Kare Dekhabo Moner Dukkho Go (Sad Song) Lyrics
- Genre:Folk
- Year of Release:2022
Lyrics
ঘর বান্ধিলাম প্রাণ বন্ধুর সনে
কত কথা ছিল মনে গো
ভাঙ্গিল আদরের জোড়া
কোনজন বাদী হইয়া
জ্বলে গইয়া গইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো
আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল
জ্বলে গইয়া গইয়া।
কথা ছিল সঙ্গে নিব
সঙ্গে আমায় নাহি নিল গো
রাধারমন ভবে রইল
জিতে মরা হইয়া
জ্বলে গইয়া গইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো
আমি বুক চিরিয়া,
অন্তরে তুষেরই অনল
জ্বলে গইয়া গইয়া।