Best Sad Song Bangla (Khujis Na Ar Amay Jeno) Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
যাবো চলে তোকে ভুলে
অনেক দুরের দেশে
চাঁদ হয়ে আলো দিয়ে
যাবো ভালোবেসে।
আসবোনা আর কোনোদিন
তোরি কাছে ফিরে
ভালো থাকিস সুখে ভাসিস
নিজের মতো করে।
তবু খুজিস না আর আমায় যেনো
হাজার সুখের ভিড়ে
অন্যের বুকে সুখে ভেসে
যাসরে আমায় ভুলে..
পাইনি তোকে আমার কাছে
মন খারাপের সময়
ভালোবাসা কাছে আসা
সবই কি তোর অভিনয়।
সেই কারনে অভিমানে
এলাম এত দুরে
ভালো ভাল থাকিস বেইমান তুই
নিজের মতো করে।
তবু খুজিস না আর আমায় যেনো
হাজার সুখের ভিড়ে
অন্যের বুকে সুখে ভেসে
যাসরে আমায় ভুলে..
পাবিনা আর কোনো দিনো
আমায় আপন করে
ধুলো হয়ে উড়বো ঠিকি-
তোর ব্যস্ত শহরে।
কত রাত জাগা চোঁখের পাতা
ভিজে নোণা জলে
স্বপ্ন ছিলো উড়েও গেলো
ব্যথার আকাশ নীলে।
কথা দিয়েছিলো থাকবো দুজন
ভালবাসার নিড়ে
সেই কথটা নিয়ে গেলো
দু:খ নামের চীলে..
তবু খুজিস না আর আমায় যেনো
হাজার সুখের ভিড়ে
অন্যের বুকে সুখে ভেসে
যাসরে আমায় ভুলে..
পাবিনা আর কোনো দিনো
আমায় আপন করে
ধুলো হয়ে উড়বো ঠিকি
তোর ব্যস্ত শহরে।