Baka Thoter Hasi Diye Monta Korle Joy (Best Sad Song) Lyrics
- Genre:Pop
- Year of Release:2022
Lyrics
আমার বাড়ির সামনে দিয়া
যখন তুমি যাও
পথের মাঝে দাঁড়ায় আমি
দেখি তাম তোমায়।
রোজ বিকালে ফুলের মত
ফোটাইতাম তোর হাসি
সেই হাসির দেখাই আমি ছিলাম
সব থেকে যে সুখি
তোমার মনে আমার জন্য
ভালো বাসা নাই.....
তুমি মিথ্যে হাসি দিয়ে
আমার মনটা করলে জয়।
বাকা ঠোঁটের হাসি দিয়া
প্রেমের ফাদে ফেলে
অবুঝ মনটা কেড়ে নিয়ে
কোথায় চলে গেলে
ঘুম আসে না -তাঁরা
গুনে কাটায় এখন রাত
চোখ বুঝিলে দেখি তোমার
অন্য হাতে হাত
তোমার মনে আমার জন্য
ভালো বাসা নাই.....
তুমি মিথ্যে হাসি দিয়ে
আমার মনটা করলে জয়।
আজো আমি তোর আশাতেই
বাইধাছি বুকে ঘর..
সেই ঘর টাই যে ভাইংগা দিলি
তুই এনে ঝড়..
ইটের মত কেমন করে
পুড়াই লা আমায়
বুক পাজরে কেপে ওঠে
হঠাৎ তোমার দেখায়
মনের খাচাই পুইশা ছিলাম
তোমায় যতনে
পাথর চাপা বুকের ভেতর
তোমার কারণে
তোমার মনে আমার জন্য
ভালো বাসানাই.......
তুমি মিথ্যে হাশি দিয়ে
আমার মনটা করলে জয়।
আমার বাড়ির সামনে দিয়া
যখন তুমি যাও
পথের মাঝে দাড়ায় আমি
দেখি তাম তোমায়।