Sad Song Bangla (Chere Gele Hai Koste Vishon) Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
সপ্নের ঘেরা বাধা দু চোখ
আধার ডেকে নিয়ে আলো করা
তবু আসহায় মন নিয়ে যখন
ছেড়ে গেলে হায় কষ্টে ভিষন...
তখন মৃদু আলো ছেয়ে বলে
দুরে কেনো তুমি একা দাড়িয়ে,
তখন আমি তুমি আলাদা হয়ে
আছি বসে দুজনে একা নিরবে।
তবু আসহায় মন নিয়ে যখন
ছেড়ে গেলে হায় কষ্টে ভিষন...
তবু অসহায় মন দিয়ে যখন,
ফিরে তুমি আর এলেনা এখন।
তুমি আমি দুটি পথে ভুল ইশারাই
ভুলতে চাওয়া সেই সৃতির পাতায়..
দুরে থাকা দুটি দেহে একি ভাবনাই
প্রতি রাতি কথা গুলো মনে পড়ে যায়..
তবু আসহায় মন নিয়ে যখন
ছেড়ে গেলে হায় কষ্টে ভিষন...
তবু অসহায় মন দিয়ে যখন,
ফিরে তুমি আর এলেনা এখন।