Best Islamic Gojol 2022 (Allah Tumi Oporup Na Jani Koto Sundor) Lyrics
- Genre:Folk
- Year of Release:2022
Lyrics
আল্লাহ তুমি অপরূপ
না জানি কত সুন্দর
তোমায় আমি সঁপেছি প্রান
সঁপেছি এই অন্তর।।
তোমার আলো ছড়িয়ে পড়ে
সুন্দর এই পৃথিবীতে
চাঁদ সুরুজ জেগে উঠে
তোমার ডাকে সাড়া দিতে
তুমি আছো বুকের গভীর
গহীন ভেতর।
এই দুনিয়ার মাকিল তুমি
তুমি মেহেরবান
বৃক্ষলতা সাগর নদী
সবই তোমার দান
তোমার পথে চলি যেনো
সারাটি জীবনভর।