![Neshar Nouka Song (Bangla Nesha Sad Song)](https://source.boomplaymusic.com/group10/M00/07/08/a115c2d6247c444380923278bd82c508_464_464.jpg)
Neshar Nouka Song (Bangla Nesha Sad Song) Lyrics
- Genre:Pop
- Year of Release:2022
Lyrics
যখন আমি ক্লাস সেভেন
বিড়ি টানি ধরেন...
বিড়ি নেশাই শৈশব আমার
ভাসে নাওয়ের ডানাই...
এক পা দু পা করে এগিয়ে গিয়ে দেখি
গাজার পাতার মত..
এ কোন নেশা নাকি ভালবাসা
রাতের ঘুম কামায়..
আশা নাই নাকি সপ্নও নাই
থাকি ভবের মায়ায়
বিড়ি এখন আর ভাল্লাগেনা
গাজার ধোয়ার মায়ায়..
ঘুম আসে যায় চোখের পাতায়
সকাল দুফুর টা নাই..
সবি যেনো সন্ধ্যা রাতি রে
আকাশ তারার মেলায়..
ওরে নেশার নৈকা বইয়া চলে যেনো
পাল তুলিয়া ভাই,
আমি এক পা দু পা করে নেশায় জীবন করে
দুঃখের গানটি গায়..
আরে আপন সে আর এখন আমার নাই
ভালবাসার আশায়..
আমি নিজেরে চিনিনা তারেও বুঝিনা
ভবের লিলা খেলায়..
ছোট্ট বেলায় আমি খেলার ছলে
ধরাই বিড়ির লতা..
সেই লতার সুখের টানে বিড়ি মুখে এনে
একি অন্য মজা..
আহা এর পরি তো গাজার টানে
ঘুরলো আমার মাথা
একি বিড়ি নাকি না অন্য আমি
সবি লতার পাতা...
ওরে নেশার নৈকা বইয়া চলে যেনো
পাল তুলিয়া ভাই
আমি এক পা দু পা করে নেশায় জীবন করে
দুঃখের গানটি গায়..
আরে আপন সে আর এখন আমার নাই
ভালবাসায় আশায়..
আমি নিজেরে চিনিনা তারেও বুঝিনা
ভবের লিলা খেলায়..