Nicotine (Sad Heart Broken Song) Lyrics
- Genre:Pop
- Year of Release:2022
Lyrics
রাস্তার পাশে
নিয়ন আলোর দিকে তাকিয়ে তাকিয়ে
মনে পড়ে একটি রাত
যে রাতে কাদিয়ে ছিলে কাদিয়ে ছিলে
রাস্তার ধারে বসে
শিরনামেই তারে ভেবে ভেবে ভেবেভেবে
কত নিষ্ঠুর সে তুমি
আজ মনে করিয়ে দিলে করিয়ে দিলে
সব ভুল ভেবে কাটাবো সারা জিবন
নিজেকে মনে করে অন্য মানুষ
সব নিষ্ঠুরতার বেলা সয়ে নিয়ে
আমি হারিয়ে যাবো নিকোটিন ঘোরে!
কিছু খন পর আমি একা হয়ে
হেটে চলেছি এক নির্ঘুম রাতে এ
কিছু দিন পরে সব ভুলে গিয়ে
অন্য মানুষ হবো অন্য হাতে..
আর যেনো কেদো না বৃষ্টি হলে
আমার সৃতি বুকে যতন করে
নতুন কেও রেখেছে তোমায় আপন করে
তার বুকে থেকো তুমি আমায় ভুলে..
আমিকে চিনলে তুমি বেথা দাও
আমাকে বুঝলে তুমি সরিয়ে নাও..
আর্তনাদে চিতকার কান্নাই
আমার সুখ গুলো শুধুই জালায়..
তার মায়ার বেথা আজ আমায় ভাবাই
সে অন্য কারর হয়ে নিজেকে বোঝাই...
আমি দেখি সব বড় গভির মায়ায়
তার বুক ফেটে জল আজ আসে কান্নায়..