Best Romantic Song (Ami Tomake Chai Shudhu) Lyrics
- Genre:Pop
- Year of Release:2022
Lyrics
আমি তোমাকে চাই শুধু তোমাকে চাই
তুমি আমারি আমারি শুধু বলে যাই
এ বুকের মাঝখানে তুমি আছো রিদয়ে
তুমি ছাড়া আর কিছু ভালো লাগেনা, হায়।
যত টুকু রও কাছে মন টা যে থাকে ভরে
এই কথা তোমায় আমি কিভাবে বোঝায়।
তুমি কেন বোঝনা এ মন তোমাকে খুজে যায় বারে বার
আমি তোমারি আছি যাবনা কখনো ছেড়ে তোমাকে আর।
আমি তোমাকে চাই শুধু তোমাকে চাই
তুমি আমারি আমারি শুধু বলে যাই,,
জানিনা কেনো এ মন হয়ে ওঠে আলাপন
যখনি সামনে তোমাকে দেখি.....হাই
বসলে তুমি পাশে আর কিছু চাইনা যে
কাছে এসে জড়িয়ে ধরো আমাকে
একসাথে রবো মোরা দুজন
হবোনা কভু যে পর
ছায়া হয়ে থাকবো সারাটি জিবন
ধরে আমি যে তোমার।
আমি তোমাকে চাই শুধু তোমাকে চাই
তুমি আমারি আমারি শুধু বলে যাই