Je Jon Premer Vab Janena (Bangla Folk Song) Lyrics
- Genre:Folk
- Year of Release:2022
Lyrics
যে জন প্রেমের ভাব জানে না
তার সঙ্গে নাই লেনাদেনা
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
কুটা কাঁটায় মানিক পাইল রে
অথই পানিতে ফেলিয়া দিল রে
সাত রাজার ধন মানিক হারাইয়া
কুটা কাঁটায় মন যে মানে না
সে জন মানিক চেনে না
সে জন ভাব জানে না
সে জন মানিক চেনে না
পিঁপড়া বোঝে চিনির দাম
ও বানিয়ায় চিনে সোনা
মাটির প্রেমের মূল্য কে জানে
ধরায় আছে কয়জনা
সে জন মানিক চেনে না
যে জন প্রেমের ভাব জানে না
তার সঙ্গে নাই লেনাদেনা
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকলসোনা
সে জন সোনা চেনে না