Takar Jala Lyrics
- Genre:Folk
- Year of Release:2025
Lyrics
টাকার জ্বালা বড় জ্বালা
বুঝি নাইতো আগে।
যেই দিকে যাই সেই
দিকে আজ শুধু টাকা লাগে।
টাকা থাকলে লোকে
বলে বাঘের দুধ মিলে।
টাকার ঘ্রানে ভালোবাসা জন্মে
যে দিলে।
ওরে পকেটে থাকিলে টাকা
সেজন থাকে আদর সোহাগে।
সত্য হয়ে যায় মিথ্যা
আজ টাকারই বলে।
অর্থ কষ্টে ভাসে কেহ
নয়নের জলে। (ভবে)
এখন টাকা জীবন টাকাই মরন
টাকা যে সবার আগে।
ভালোবাসা দেয় আজ ধরা
পকেট থাকলে ভারি।
ফিরোজের ও নাইরে টাকা
টাকার দুঃখে মরি।
কাগজের নোটথাকলে অঢেল
কত স্বাদ আহ্লাদ জাগে