Tor Monete Naire Maya Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
যায়না দেখা যায়না মাপা
হৃদয়েরই ক্ষত
দুঃখ দিলি বন্ধুরে তুই
দিলি অবিরত
তোর মনেতে নাইরে মায়া
নাইরে দয়ার ছিটা
পুড়তে পুড়তে অন্তর আমার
করলি ইটের ভাটা
আমার মত কেউতো তরে
ভাসবে নারে ভালো
ভুল বুঝিয়া করিসনা আর
পুইড়া অন্তর কালো
তিলে তিলে মারিস নারে
দিসনা ব্যথার কাটা
তোর অভাবে আর কতকাল
কাঁদবে আমার মনটা
প্রেম দহনে পুইড়া আমায়
করিসনা আর ছাই
তুই ছাড়া আর এই অন্তরে
নাইরে কেহ নাই
কতযে তরে ভালোবাসি
জানে আমার মনটা
তোর প্রেম বিরহে দিবা নিশি
ছটফট করে প্রাণটা