Ami Tor Piriter Mora Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
আমি তোর পিরিতের মরা গো
তোর পিরিতের মরা (২)
ভালোবাসাইসা আপন কইরা
কেন দিলিনা ধরা,,,
আমার সরল মনটা কাইড়া নিয়া (২)
করলি অবহেলা গো,,,
ভালোবাইসা আপন কইরা
কেন দিলিনা ধরা ।।
১!
নীর হারা পাখি যেমন
চটপটাইয়া মরে
তোর প্রেমে পোড়া অন্তর
আমার তেমন করে (২)
ও তুই বোঝবে কি আর আমার বেদন (২)
থাকিতে আর বেলা,গো
ভালোবাসাই আপন কইরা
কেন দিলিনা ধরা ।।
২!
আমার শূন্য বুকটা পূণ করে
কেনো হইলি পর
কিসের আশা ছাইড়া গিয়া
বাধলী সুখের ঘর (২)
আপন সজন পর হইলো,(২)
এখন প্রাণ থাকিতে মরা, গো
ভালোবাসই আপন কইরা
কেন দিলিনা ধরা ।।
৩!
সুখের আশায় প্রেম করিয়া,
হইলাম জিন্দা মরা
মীর সোহেলের বুকে এখন
বয়ছে দারুন খড়া (২)
এমন কইরা মারলি আমায় (২)
ভীতর দূঃখে কষ্টে ভরা, গো
ভালোবাইসা আপন কইরা
কেন দিলিনা ধরা ।।ঐ