Amar Bondhu Jane Jadu Lyrics
- Genre:Folk
- Year of Release:2025
Lyrics
আমার বন্ধু জানে জাদু
রক্ত ঝরাই বুকে,,,
পিরিতের বান মাইরা আমায়
থাকে মহা সুখে,,।।
তার মনেতে নাইরে মায়া
পাষাণে বান্ধিয়া হিয়া।।
মারে ধুঁকেধুকে,,,,
মুখে মধু অন্তরে বিষ
ভেতর মাখাল কালা,,
প্রেম শিখাইয়া মনটা নিয়া
দিলো নরক জ্বালা,,,।।
অন্তরে তার নাইরে মায়া
আমার লাগি হয়না দয়া।।
কেমনে ভুলে থাকে,,,,ঐ
হৃদয় মাঝে রক্ত-ক্ষরণ
চলে নিশি_দিন,,,,
আপনতো কেউ হলো না
সবাই হইলো ভীন ।।
পরকে সে আপন বানাইয়া
আমারে পর করিয়া,,,।।
হাসে সুখের বাঁকে,,,ঐ