Valobasa Hoilo Koi Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
ও দয়াল, ও দয়াল, ও ও দয়াল
দয়াল আমার , দয়াল রে।
আমার ভালোবাসা
ভালোবাসা হইলো কই।(২)
ভালবাসি যারে আমি
সেই মানুষ আজ কই।(২)
তারে ছাড়া একলা একলা
ক্যামনে কইরা রই।
১)সুখের আশায় আপন মানুষ
আমায় ছাইড়া ক্যান গেলো,
ভালবাসার ছোট্ট ঘরে
তালা মাইরা ক্যান দিলো। (২)
বিনা দোষে দুষী আমি।(২)
ক্যামনে কইরা সই।
২)মরা গাঙ্গে দুঃখের তরি
দিবা নিশি বাই।
বুকের ভিতর তুষের আগুন
পুইড়া আমায় করলো ছাই।(২)
কত ব্যাথার ব্যাথী আমি (২)
ক্যামনে কইরা বই।।