Amar Allah Chara Dukkho Bojar Manus Pailam Na Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
আমার আল্লাহ ছাড়া দুঃখ বোঝার
মানুষ পাইলাম না--২
দুঃখ দেবার মানুষের তো
অভাব হয় না---
কত দুঃখে থাকি আমি
কতই দুঃখ মনে’
একটুও সুখ দেয় না স্বজন
ভাবি নিশী দিনে --- আমি-- ২
আল্লাহই জানে মনের দশা
মনেরী যন্ত্রণা---ঐ
নাই জগতে আপন স্বজন
দুঃখ বুঝিবার
আমারো তো নাই প্রয়োজন
তাদেরকে খোঁজার--২
আল্লাহই আমার সুখের ভান্ডার
মনেরী শান্তনা--