Lobon Chara Khabar Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
লবণ ছাড়া খাবার নষ্ট
যতই রান্না হোকরে কষ্ট
চুল পরিমাণ দ্বিধা স্পষ্ট, থাকিলে মনে
প্রেম হবে কেমনে, বলো না দুজনে?
এক চোখেতে মায়া হাসি, অন্য চোখে ছলনা
মিষ্টি কথার নিঠুর ফাঁদে, ভালোবাসা হলো না
প্রেমের চিঠি শত দিস্তা
দিলে কী প্রেম হয়রে সস্তা?
সবার আগে লাগে আস্থা, জীবন-যাপনে
প্রেম হবে কেমনে, বলো না দুজনে?
অকূলে ভাসিয়া মরি, আমার ভাঙা তরণী
পাড়াপড়শি দেখে হাসে আমার প্রিয় ঘরনি
তোমার দেয়া আঘাত পিষ্ট
করিলো জীবন অতিষ্ঠ
যা ছিলো রে অবশিষ্ট, টানাপোড়েনে
প্রেম হবে কেমনে, বলো না দুজনে?