Amay Kosto Diya Mone Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
আমায় কষ্ট দিয়া মনে,
যতোই সুখে থাকো তুমি কাঁদবা নিরজনে।।
ছাইড়া দিছো আমার দু'হাত,
দিন কাটিলেও কাটবেনা রাত,
ধোঁকে ধোঁকে মরবা তুমি পুড়বা ক্ষণে ক্ষণে।
তোমার মনে ছিল ছলচাতুরী অন্তরেতে বিষ!
চিনতে তোমায় ভুল করেছি করবোনা নালিশ।।
ভাইঙ্গা দিয়া বুকের পাঁজর,
তুমি) চিরতরে হইয়াছো পর।
যত্ন কইরা সাজাইলা ঘর অন্য কারও সনে...
এমন ভালোবাসা আমায় শিখাইছো তুমি,
একলা থাকি স্মৃতির পাড়ায় বুকে মরুভূমি।।
খবর আমার নেয় না তো কেউ,
এই) হৃদয় জুড়ে ব্যথারই ঢেউ।
কেমন করে থাকবো বেঁচে একলা এ ভূবনে