Ajke Morle Kalke Dui Din Lyrics
- Genre:Folk
- Year of Release:2023
Lyrics
আজকে মরলে কালকে দুইদিন
পরের দিন কেউ কাঁদবেনা,
যাদের জন্য করলা কামাই
মরলে তারা চিনবেনা
থাকতে সময় করো আমল
ঈমান করো খাঁটি
শেষ ঠিকানা তোমার আমার
সাড়ে তিন হাত মাটি।
ও মন শেষ ঠিকানা তোমার আমার
সাড়ে তিন হাত মাটি।
কত কষ্ট করে তুমি
গড়লা সাধের বাড়ি
সেই বাড়িতে ঠাঁই হবেনা
যাইতে হবে ছাড়ি
মোহ মায়ার টানে তুমি
রবের বিধান ভুইলোনা
পাপ পুণ্যের হিসাব নিবেন
একদিন মালিক রব্বানা।।
থাকতে সময় করো আমল
ঈমান করো খাঁটি ।
শেষ ঠিকানা তোমার আমার
সাড়ে তিন হাত মাটি
ও মন শেষ ঠিকানা তোমার আমার
সাড়ে তিন হাত মাটি।
আঁধার ঘরে রবে পড়ে
ছাইড়া তুমি সব
কেউ রবেনা সংগে তোমার
থাকবেন সেদিন রব।
মিছে মায়ার এই দুনিয়া
ক্ষণিকেরই ঠিকানা,
ধনি-গরীব নেই ভেদাভেদ
মাটিই হবে বিছানা।
থাকতে সময় করো আমল
ঈমান করো খাঁটি ।
শেষ ঠিকানা তোমার আমার
সাড়ে তিন হাত মাটি
ও মন শেষ ঠিকানা তোমার আমার
সাড়ে তিন হাত মাটি