Kafon Pochar Age Tomar Poche Jabe Deho Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
কাঁপন পঁচার আগে তোমার
পঁচে যাবে দেহ!
বন্ধু স্বজন তোমার খবর
নিবে না রে কেহ!
আসবে যে-দিন সমনজারি
প্রাণপাখি টা নিবে কাড়ি!
যেতে হবে সবই ছাড়ি
সাধের বাড়ি ঘর!
রঙের দুনিয়া তোমার বড়োই স্বার্থপর!!
জোর ক্ষমতা সুযশ খ্যাতি
রয় কী চিরদিন?
ঐ শোনো অন্ধকার কবর
ডাকছে প্রতিদিন!
মনরে--- ডাকছে প্রতিদিন!
হও প্রেসিডেন্ট পুতিন কী বুশ
আজরাঈলে খাইবে না ঘুষ!
মোহ মায়ায় রইলি বেহুঁশ
নেই কী মনে ডর!!
রঙের দুনিয়া তোমার
বড়ই স্বার্থপর!!
দাদা গেল বাবা গেল
কোন্ সে অচিন দেশ?
এমন দেশে তুমিও একদিন
হবে নিরুদ্দেশ!
মনরে--- হবে নিরুদ্দেশ!
কোন্ বাজারে কিনবে কাফন
কোন্ ইমামে করবে দাফন ?
নেই জানা নেই কোন মাটিতে
হবে আপন ঘর!!
রঙের দুনিয়া তোমার বড়োই স্বার্থপর!!