Akdin Chaira Jaite Hoibe Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2023
Lyrics
একদিন ছাইড়া যাইতে হইবে
দুনিয়ার সব পইড়া রইরে
সংঙ্গে কিছুই যাইবে না।
এই দুনিয়া আপন যে তোর না
রে মন ——————
এই দুনিয়া আপন যে তোর না ।
ভবের মায়ায় রইলি রে মন
রংঙ্গ রসে মেতে
বুঝলিনারে আইবো একদিন
হইবে চইলা যেতে।
ওই পারেতে কেউ রবেনা
সংঙ্গে রে তোর কেউ যাবেনা
মাওলা বিনে আপন যে তোর
কেউ তো হইবে না।
আশায় আশায় কইরা বসত
দুনিয়ার মাঝে
বসত যে সাংঙ্গ হইবে
বুঝবি রে সাঝে।
ওই পারেতে কর্ম আপন
সংঙ্গে যা তোর রইবে তখন
কর্ম বিনে দরবারে যে
ঠাই তো হইবে না।
মানব জনম হইলো রে তোর
হইতে রে মানুষ
ভবের খেলায় মাতাল হইয়া
রইলি রে বেহুশ।
আরিফ বলে দুনিয়াদারী
অতি মানব বাহাদুরী
কোন কিছুই সেই দিনেতে
সংঙ্গে রইবে না।