Cholo Quraner Kormira Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
চলো কুরানের কর্মীরা হাতে রাখি হাত
সাহসের দীপ জ্বেলে সরাবোই রাত
মুখে তুলে সীসাঢালা ঐক্যের গান
মুক্তির আলো হাতে জাগাবোই প্রাণ
শহীদ গাজীর বেশে
লাল-সবুজের দেশে
আনবোই রাশেদার সোনালি প্রভাত।
আমরা তিতুমীর আমরা খালিদ
আমরা সালাহ্দিন আমরা তারিক ||
জালিমের পাশবিক অত্যাচারে
ভারি হয়ে উঠেছে আকাশ জমিন
ঘরে ঘরে আহাজারী বোবা কান্না
উমরের মতো চাই সাচ্চা মুমিন
মুক্তির আশ্বাসে রাহবার খুঁজে খুঁজে
হতাশার কালো মেঘে ছেয়েছে বরাত ||
আমাদের চোখে মুখে ঈমানী আগুন
সম্মুখে বদরের প্রান্তর
জিহাদের মাঠে হবো সফল মুমিন
কুরানের নূরে মেখে অন্তর ||
শহীদের ছায়াপথে জোসনা মেখে
বিপ্লবী চেতনায় করবো শপথ
ঈমানের শক্তিতে হয়ে বলিয়ান
আলোকিত করবোই বিজয়ের পথ
রক্তের সিঁড়ি বেয়ে আনবোই মুক্তি
খেলাফতে রাশেদার সোনালি প্রভাত ||