Nill Akash Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
নীল নীল নীলাকাশ
সবুজ শ্যামল মাঠ
পাখির কণ্ঠে গান আর
জোসনা ভরা রাত
তোমার নেয়ামত
এসব তোমার নেয়ামত
ওগো প্রভু এসব তোমার নেয়ামত।
বীজ দিয়েছ বৃক্ষ হতে
তার থেকে হয় ফল
মায়ামাখা সকাল দিলে
শিশির টলমল
তাই তো তোমায় ডাকি প্রভু
তুলে দুটি হাত।
আঁধারেতে আলো দিলে
হাঁটতে চলার পথ
পাহাড়েতে ঝর্ণা দিলে
সেও রহমত
তাই তো তোমায় ডাকি প্রভু
আমরা দিবস রাত।