Quran Majeed Lyrics
- Genre:Islamic Music
- Year of Release:2024
Lyrics
সরল সঠিক পুন্যপথের বিপ্লবী রাহবার
জীবনবিধান কুরানমাজীদ বাণী যে আল্লার।
তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার
আরশেরই কারুকাজে শ্রেষ্ঠ সে আযকার
কুরানের সঙ্গে থাকো,
কুরানের -মঞ্চে থাকো
করো তিলাওয়াত
শিখলে সেরা, পড়লে সেরা
মানলে শাফায়াত।
সালাতে ফাতেহায় রবের সাথে কথা হয়
রবের সাথে কথা হয় অপূর্ব কারবার ।।
ক্ষণিকের দুনিয়া পেতে
শেকলগুলো ভাঙলে শতবার
অনন্ত সুখেরও তরে
কুরানের আয়াতগুলো বোঝোনা একবার।
কুরানের পক্ষে থাকো,
এ কুরান বক্ষে রাখো
দীপ্ত করো হাত
বুঝলে তারে, মানলে তারে,
মিলবে হিদায়াত।
তাওবায় নাসুহায়, মুক্তির ঠিকানা
তাওবায় নাসুহায়, ফেরোনা এইবার।