Hajar Ronger Dukkho Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
হাজার রঙের দুঃখ ব্যথায়
কাঁদে যখন মন
মা জননীর একটু ছোঁয়া
আকুল করা একটু দোয়া
আমার ভাঙা বুকে জাগায়
একটু শিহরণ।
যার কলিজার রক্ত চুষে
এলাম পৃথিবীতে
তার মত কেউ পারে না যে
আপন করে নিতে
আদর ভেজা চাদর দিয়ে
জড়ায় সারাক্ষণ।
নিজকে নিয়ে জীবনে যার
নেই ভাবনা কোন
আমায় শুধু ডেকে বলে
স্বপ্ন চোখে বোনো
মন যে তার ভালবাসার
মিষ্টি গোলাপ বন।