Hamaser Pakhi Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
বদরের দিন ফিরে এলো বুঝি
খাবাবেরা গায় গান
তাকবির তোলো খুলে গেছে ওই
মুক্তির আসমান।।
শহীদি বাগানে ফুটেছে আবার
থোকা থোকা শত ফুল
এতো সালাদিন কোথা থেকে এলো
সবই কি মনের ভুল?
ওরা কি ওমর ওরা কি খালিদ
কারো নেই পিছুটান।।
আকসার বুকে খুশবুর ঘ্রাণ
হামজা এসেছে নাকি
মন যে মানে না আর ক'টা দিন
সূর্য ওঠার বাকি!
ফিলিস্তিনের আকাশে আকাশে
ঝাঁকে ঝাঁকে আবাবিল
আকসা আমার গাজাও আমার
কে দাও দুয়ারে খিল?
হামাসের পাখি ডানা মেলে ওড়ে
আহলান সাহলান।।