Tumi Ful Bagicar Ful Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
তুমি ফুল বাগিচার ফুল
তুমি মানব জাতির কুল
তোমার পরশে এই ধরা
যেন হলো পাগলপারা
তুমি দোজাহানের নেতা ওগো
নেই যে তোমার তুল।
তুমি এলে ভুবন মাঝে
নিয়ে জ্যোতির আলো
তোমার আগমনে সবাই
দুঃখ ভুলে গেল
মানবের কা-ারী তুমি মদিনার বুলবুল।
তোমার শাফায়াতে সবাই
পার হবে পুলসিরাত
তোমার ভালবাসা পেলে
প্রভু দেবেন নাজাত
সাইয়্যেদুল মুরসালিন তুমি মুহাম্মাদ রাসূল।