Jegei Jokhon Uthecho Bondhu Lyrics
- Genre:Country
- Year of Release:2024
Lyrics
জেগেই যখন উঠেছো বন্ধু
খালি হাতে ফিরিয়ো না
এখন সময় লড়াই করার
জিরিয়ো না জিরিয়ো না।।
তোমার রক্তে হাজী শরিয়ত
তুমি হলে তিতুমীর,
ভেঙ্গে ফেলো সব বাধার প্রাচীর
ছিঁড়ে ফেলো জিঞ্জির!
ভোরের কিনারে তরী বেয়ে যাও
ভুল ঘাটে ভিড়িয়ো না।।
এমন সুযোগ পাবে না বন্ধু
গাঢ় করো নিঃশ্বাস-
তোমরা সাজাবে অনাগত দিন
আমাদের বিশ্বাস!
তোমার রক্তে সালামের খুন
তুমি হলে শফিউর,
কেটে যাবে এই গভীর আঁধার
ফুটবেই রোদ্দুর!
কারো ভয়ে ফোটা আশার গোলাপ
ভীরু হাতে ছিঁড়িয়ো না।।