Allahu Akbar Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
আল্লাহু আকবার আল্লাহু আকবার
তনুমনে জোয়ার জপি নাম যতবার।
যে নামে চোখে জল মনপ্রাণ হয় শীতল
যে নামে যায় চলে যায়, সকল অন্ধকার।
যে নামের ইশারায় আগুন হয় পানি
সবুজ বনে ফোটে ফুল হাসে ধরণী
যে নামে হীনবল পায় অসীম শক্তিবল
সীমাহীন মুসিবতে রহম খোঁজে তার।