Chotto Amar Desh Koto Sundor Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
ছোট্ট আমার দেশ কত সুন্দর
দেখে যেন ভরে যায় অন্তর
যেখানে ঝিলের বুকে পদ্মফোটে
গান শোনা যায় পাখির ঠোঁটে
পানশি মাঝির পাল তোলা নাও
যায় রে তেপান্তর।
ডাহুক ডাকে ডালে দোলে পাতার ফাঁকে ফাঁকে
বাবুই পাখি স্বপ্ন বোনে কতই কারুকাজে
এত যতন করে গড়লো তারে কোন সে কারিগর।
রুমঝুম রুমঝুম সুরে পরে বর্ষা দিবারাতি
দেশটি আমার ধুয়ে মুছে হয় যে পরিপাটি
যত দেখি তারে তৃষ্ণা বাড়ে তাই দেখি বারবার।