Charidike Furti Anondo Ullash Lyrics
- Genre:Kids
- Year of Release:2023
Lyrics
চারিদিকে ফূর্তি আনন্দ উল্লাস
চারিদিকে আনন্দের শত কলরব
আমরা নবীন আমরা শিশু আমরা তাজা প্রাণ
আমরা গাই অজুত কন্ঠে নতুন দিনের গান
নব জীবনের গান
উৎসব...
আজ শিশু কিশোর আনন্দ উৎসব
পুরানো দিনের গ্লানি ব্যথা ভয় আর নয়
আমাদের কাছে হার মানে সব ব্যর্থতা পরাজয়
আমরা আনি ঝলমলে ভোর সুখের অনুভব
নতুর ঊষা চোখ মেলে শোনে আমাদের কলরব
উৎসব...
আজ শিশু কিশোর আনন্দ উৎসব
জয় জয় মানুষের জয় মানবতার
আমাদের আছে প্রাণ উচ্ছল সাহসের সম্ভার
আছে উদ্যম আছে হিম্মত নিষ্ঠার সম্বল
মন্দ মিথ্যা আমাদের কাছে মানে তাই পরাভব
উৎসব...
আজ শিশু কিশোর আনন্দ উৎসব