Madoker Mohamilon Lyrics
- Genre:Hip Hop & Rap
- Year of Release:2024
Lyrics
চুলগুলো খাড়া খাড়া জেল দিয়ে স্পাইক করা
কাক ঠোকরানো ফ্যাশান
বাবা গাঁজা শিশাতে দিন বা রাত কাটে
এইতো হল ট্রেডিশান
মাদকের মহা-মিলন, সমাজের অধঃপতন
ধ্বংস হয় নষ্ট হয় তরুণ তরুণীর জীবন ॥
অলিতে গলিতে ঘুরে খায় গাঁজা মদ
মাদকের আড্ডাতে মাতে কত স্পট
Smoking kills or causes cancer
ভুলে তো যায় সব খোঁজে এ্যাডভেঞ্চার
বাবা মার চোখে জল বলে শেষ লাইফ
মাদকের সম্রাজ্যে করে লং ড্রাইভ ॥
ধূমপানে বিষপান মুখেই তো শ্লোগান
মানছে তা কয়জন সমাজে
পুলিশের গ্রেফতার
বাণিজ্য সমাহার বিক্রি তো চলছেই সহজে
বক্তৃতা সেমিনারে গলাবাজি চিৎকারে
হয় না তো কেউ সচেতন আর বাবা মা অসহায়
সন্তান শোকে হায় ভেঙ্গে চূরে যাচ্ছে সুখের স্বপন ॥
এদিকে ছেলে মেয়ে পেয়ে falls friends
Whole family তে করে Long Distance
Vodka bear খায় ইয়াবা শ্যাম্পেইন
মানে না command কোন মানে নাতো chain
মাতাল হয়েই বুঝি সাজে stylish
অবশেষে all body হয় যে finish
ইয়ো...ইয়ো....ইয়ো... ইয়ো ॥
ছোটে কোন প্রলোভনে কারণে বা অকারণে
রেজিস্ট্রি করা কোন মদের বারে দেশি বা বিদেশী
কম অথবা বেশি নেশা করে ওপেন বা চুপিসারে
নেই না তো কোন খোঁজ কোথা যায় রোজ রোজ
করি না তো কোন শাসন আর জীবনটা গড়ার আগে
ধ্বংসের মোহ জাগে কেনই বা বেছে নেয় অকাল মরণ ॥