Rim Jhim Jhim Borsha Lyrics
- Genre:Pop
- Year of Release:2022
Lyrics
রিমঝিম ঝিম বর্ষাতে
উঠোন বাড়ি স্যাঁতসেঁতে
পুকুর ডোবায় ব্যাঙের ডাক
মদন ঘুমায় ডাকিয়ে নাক।।
ইলিশ ভাজির সুগন্ধে
লাল পড়ে যায় অজান্তে
যদি হয় ব্যাড হেডেক
বাতাবি নেবু খান দুয়েক।।
সৃষ্টি ছাড়া বৃষ্টিতে
যদি পড়েন সর্দিতে
কিংবা জ্বর ও কাশিতে
মুক্তি পাবে নিশ্চিতে
সরষে তেলের সোহবতে।।
ড্রেসাপ রেডি ফুলভাই সাব
একগাদা ব্যস্ততা বাপরে বাপ
যেইনা নামে ঝুপ ঝুপ ঝাপ
ব্যস্ততা সব থাক পড়ে থাক।।