Ekti Kore Sunnah Mano Lyrics
- Genre:Rock
- Year of Release:2024
Lyrics
একটি করে সুন্নাহ মানো জীবন চলার পথে
জীবন সাজাও ফুলের মতো আল্লাহ রাসুল মতে
সকল কাজের শুরুতে পড় বিসমিল্লাহ
খুশির খবর এলেই পড় আলহামদুলিল্লাহ
দরুদ পড় সব সময়ই
খোদার রহম পেতে।।
ধৈর্য্য ধরো বিপদ আসে যতো
ইন্নালিল্লাহ পড় সদায়
হয়ো নাকো নতো।।
ভালো কাজের উৎসাহে বলো মাশাল্লাহ
ভুল পথে পা বাড়ালে আস্তাগফিরুল্লাহ
তাওবা কর খোদার কাছে
পাপ মুছিয়ে নিতে।।