Char Deyal Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
কত আনন্দ উৎসবের দিনে মাতে সবাই উঁল্লাসে
চার দেয়ালের বন্দি মনে কেমন করে ঈদ আসে?
আমরা সবাই কেমন আছি আল্লাহ তায়লার জানা
হৃদয় খুলে হাসতে মানা এরি নাম জেলখানা
ঈদের চান্দে পরাণ কান্দে মা-বাবারি লাগি
পবিত্র এই ভালোবাসা করব ভাগাভাগি
স্বপ্ন আশা ভেঙ্গেচুরে হয় যে শেষে ছাই
চোখের জলে বুকটা ভাসে সুখের দেখা নাই
প্রতিটাদিন একিরকম হায়রে আজব ঠিকানা
হৃদয় খুলে হাসতে মানা এরি নাম জেলখানা
মায়ে কান্দে বুক চাপরে বোবা কান্না বাবার
আশায় থাকে আসবে বাচা ফিরবে বুকে আবার
রাস্তা বাড়ি পায়চারি করে যে ভাই বোন
জামিন নামের ময়না পাখি ডাকবেরে কখন?
ফিরব যখন আপন ঘরে ফুটবে যে হাসির কণা