Manush Hobo Sobar Sera Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
করবো না পাপ কোনো মতে
জীবন হবে আলোয় ঘেরা—
থাকবো মুস্তাকিমের পথে!
মানুষ হবো সবার সেরা ||
::
প্রতি ক্ষণে আল্লাহ তায়ালার
স্বরণ রাখবো আমার মনে,
আযাযীলের প্ররোচনা
ঠাই দেবো না মনের কোণে—
ছড়িয়ে দেবো দ্বীনের আলো
সেই আলোতে হাসবে ধরা ||
::
ধারণ করবো মনের মাঝে
আল কোরানের অপার আলো
আলোর পথের পথিক হবো
যে পথে নেই আঁধার কালো—
মন্দ কাজকে পায়ে পিষে
গড়বো ভালোর বসুন্ধরা ||